Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সস্ত্রীক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও একান্ত সচিব করোনা আক্রান্ত


১২ জুন ২০২০ ২০:২১ | আপডেট: ১৩ জুন ২০২০ ০৪:১৪

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১১ জুন) তিনজনের নমুনা পরীক্ষা করা হলে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে শুক্রবার (১২ জুন) এ তথ্য জানা গেছে। এ ছাড়া মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাসাতেই চিকিৎসা নিচ্ছি। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। পাশাপাশি নিজের জন্যও দোয়া চাইছি।’

আ ক ম মোজাম্মেল হক করোনা মোকাবিলা করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর