Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ ঘরের দরজা খুলে সুইচ দিতেই বিস্ফোরণ


১২ জুন ২০২০ ১৯:১০

ঢাকা: গত ২ জানুয়ারি একমাত্র সন্তান স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) যে রুমে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ছয় মাস না যেতেই সেই রুমে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটলো। এবার প্রয়াত স্বপ্নীলের বাবা যুগান্তরের সিনিয়র রিপোর্টার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নাননু দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা বলেছেন, শ্বাসনালীসহ তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর আফতাব নগরের বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করানো হয়।

কী ঘটেছিল জানতে চাইলে নাননুর স্ত্রী শাহীনা পল্লবী বলেন, ‘মাঝেমধ্যে ফ্ল্যাট থেকে গ্যাসের গন্ধ পাওয়া যেত। চারদিন আগে মিস্ত্রি আনিয়ে চেক করা হয়েছিল। চারবার চেক করা হয়েছিল। মিস্ত্রিরা বলেছিল, বাথরুমের কমোডে জমে থাকা গ্যাস থেকে এ রকম গন্ধ বের হতে পারে।’

তিনি আরও বলেন, ‘স্বপ্নীল মারা যাওয়ার পর আমরা ওই রুমটা প্রায়ই খুলতাম। গতরাত সাড়ে ৩টায় নাননু স্বপ্নীল আহমেদ পিয়াসের বদ্ধ রুম খোলেন। এরপর বোর্ডে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ হয়। দগ্ধ অবস্থায় নাননু বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে পানিতে গোসল করেন। এরপর তিনি নিজেই ঘরের আগুন নিভিয়ে ফেলেন।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আগুনে পোড়া ওই রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার শরীরে গভীর দগ্ধ। প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে। আশঙ্কাজনক হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন।’

গত ছয়মাস আগে একই কক্ষে সুইচ দিতে গিয়েই বিস্ফোরণ ঘটে এতে অগ্নিদগ্ধ হয়ে একমাত্র সন্তান মিউজিক ডিরেক্টর স্বপ্নীল প্রাণ হারান।

গত ২৫ মে নাননু তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘কিছু একটা খুঁজে ফিরছি। কিন্তু কোথাও নেই। মনটা খুব অস্থির দোয়া করবেন।’

সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন নাননুর সুস্থতায় সাংবাদিক সমাজসহ দেশবাসীর কাছে দোয়া করার জন্য অনুরোধ করেছেন ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ নির্বাহী কমিটি।

বিজ্ঞাপন

আগুনে দগ্ধ বার্ন ইউনিট সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর