করোনায় বিএসএমএইউ অধ্যাপকের মৃত্যু
১২ জুন ২০২০ ১৪:২৮ | আপডেট: ১২ জুন ২০২০ ১৬:৫০
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢামেক হাসপাতালের আইসিইউ এর প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন।
তিনি জানান, ডা. গাজী জহিরুল হাসান বিএসএমএমইউ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন গতরাত দেড়টায় তার মৃত্যু হয়।