Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে জেলা প্রশাসকসহ দু’জন করোনায় আক্রান্ত


১২ জুন ২০২০ ০১:৪৯
বান্দরবান: বান্দরবানে জেলা প্রশাসকসহ নতুন করে আরো দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে।
স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় এই দুই ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম ও হিলভিউ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: কামরুল।

উপসর্গ থাকায় আরো অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বান্দরবানের জেলা প্রশাসক ও হিলভিউ হাসপাতালের একজন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৭৮ জন। সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরো সতর্ক, সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বান্দরবান বান্দরবানের ডিসি করোনায় আক্রান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর