Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জননিরাপত্তা ও সুরক্ষা সেবায় ১০৬৭ কোটি টাকা বেশি বরাদ্দ প্রস্তাব


১১ জুন ২০২০ ২৩:৪২

ঢাকা: এবারের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের (জননিরাপত্তা এবং সুরক্ষা সেবা) জন্য বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৫১৬ কোটি টাকা। গত বছর এই বিভাগের বাজেট ছিল ২৫ হাজার ৪৪৯ কোটি টাকা। গত অর্থ বছরের চেয়ে এ বছর বাজেটে ১ হাজার ৬৭ কোটি টাকা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে বাংলাদেশ পুলিশ অধিদফতর, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া সুরক্ষা সেবা বিভাগের অধীনে আছে কারা অধিদফতর, বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

নতুন অর্থ বছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২২ হাজার ৬৫৮ কোটি টাকা। আগের বছর ছিল (সংশোধিত) ২২ হাজার ২১৪ কোটি টাকা। আর এ বছর সুরক্ষা সেবা বিভাগের বাজেট বরাদ্দ করা হয়েছে ৩ হাজার ৮৫৮ কোটি টাকা। আগের বছর ছিল (সংশোধিত) ৩ হাজার ২৩৫ কোটি টাকা।

অর্থ বছর বাজেট বাজেট প্রস্তাব বাজেট বরাদ্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর