প্রস্তাবিত বাজেট দুর্নীতির আইনি অনুমোদনপত্র: সৈয়দ রেজাউল করীম
১১ জুন ২০২০ ২২:৫০ | আপডেট: ১১ জুন ২০২০ ২২:৫৮
ঢাকা: জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটকে ‘দুর্নীতির আইনি অনুমোদনপত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট ঘোষণার পর গণামধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘বাজেট বাস্তবতাবর্জিত সংখ্যার ফুলঝুড়িতে পরিণত হয়েছে। করোনার এই ভয়াবহ সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার ৮ দশমিক ২ শতাংশ প্রস্তাব করার মাধ্যমে প্রমাণিত হয়, সরকার জনবিচ্ছিন্ন হয়ে ঘোরের মধ্যে বাস করছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও অবাস্তব।’
তিনি বলেন, ‘বিশাল অঙ্কের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরব বোধ করলেও সাধারণ জনগণ কতটুকু সুফল পাবে— তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। বাজেট প্রস্তাবনায় কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানে মনোতুষ্টির নিস্ফল প্রয়াস চালানো হলেও এ কথা স্পষ্ট, বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটেও সরকারদলীয় নেতাকর্মীদের লুটপাটের সুবিধার দিকে লক্ষ্য রেখে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকেদের অবৈধ টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে।’
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় লুটপাটকারীদের পকেট ভারী করার বাজেট। বাজেটের বিশাল অংশ সরকারদলীয় এমপি ও নেতাকর্মীদের পকেটে যাবে। বাজেটে বরাবরের মতো কালো টাকা সাদা করার সুযোগ রাখায় দুর্নীতিকে আরও উৎসাহিত করা হবে।’
তিনি বলেন, ‘দেশবান্ধব বাজেটের পরিবর্তে দলবান্ধব বাজেট ঘোষণা করা হয়েছে। দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের রক্ষার কথা মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেটে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়নি। ধনী ও সুবিধাভোগী শ্রেণির কথা চিন্তা করেই এই বাজেট প্রস্তাব করা হয়েছে। এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটের কারণে অর্থনীতি পুরোপুরি ঋণনির্ভর হয়ে পড়বে।’
২০২০-২১ অর্থবছরের বাজেট ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রস্তাবিত বাজেট মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম