Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া শুক্রবার


১১ জুন ২০২০ ২১:১০

ঢাকা: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার (১২ জুন) জানাবে বিএনপি। বিকেল চারটায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তরার বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানাবেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

পরে এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী ড. মঈন খান সারাবাংলাকে বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আগামীকাল বিকেল চারটায় দেওয়া হবে। সেখান থেকে আপনারা সব পেয়ে যাবেন।’

অবশ্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘করোনা মহামারির মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম, সরকার একটা বিশেষ বাজেট ঘোষণা করবে। কিন্তু আজ জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার যে বাজেট পেশ করা হয়েছে, সেটি গতানুগতিক। এর মধ্যে বিশেষ কিছু নেই। বাজেটের সারবস্তু খুঁজে পাওয়া দুষ্কর! বাজেটে ভালো ভালো কথা বলা হয়েছে। এটি কথা মালার ফুলঝুড়ি।’

বাজেটের আকার প্রসঙ্গে সাবেক এই পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। গতবারের চেয়েও আকারটা বড় করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যার খুব একটা যৌক্তিকতা নেই। এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে।’

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট প্রতিক্রিয়া বিএনপি শুক্রবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর