বাজারে টাকার সরবরাহ বাড়ানো হবে
১১ জুন ২০২০ ২০:৩৪ | আপডেট: ১১ জুন ২০২০ ২০:৩৭
ঢাকা: মহামারির অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় সরকার চারটি কৌশল ধরে এগোবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজারে টাকার সরবরাহ বাড়ানো এর মধ্যে একটি। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপনকালে তিনি একথা জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, করোনা মহামারি আঘাত মোকাবিলায় সরকার চারটি কৌশল নিয়েছে। যেগুলো ধরেই ভবিষ্যতে এগোনো হবে। যার মধ্যে সর্বশেষটি হলো- বাজারে মুদ্রা সরবরাহ বাড়ানো।
তিনি বলেন, ‘এ কৌশলটি আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করছি, যাতে মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করা যায়। আমরা আশা করছি, এই সময়ে মূল্যস্ফীতি থাকবে ৫.৪ শতাংশ।’