Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি


১১ জুন ২০২০ ১৯:১৭

ঢাকা: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আহরণ (আদায়) করতে হবে ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩ কোটি টাকা। আর কর বহির্ভূত অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪৮ হাজার কোটি টাকা। মোট ঘাটতির পরিমাণ ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ। যার মধ্যে এনবিআরকে আদায় করতে হবে ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি টাকা। এনবিআরকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করতে হবে ভ্যাট খাত থেকে। এই খাতে ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা আদায় করতে হবে। আয়কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং শুল্ক খাতে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা আদায় করতে হবে।

এদিকে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা।

এনবিআর ঘাটতি বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর