মোবাইল কলে খরচ বাড়ছে, ১০০ টাকায় সরকার নেবে বাড়তি ৩ টাকা
১১ জুন ২০২০ ১৮:৪৪ | আপডেট: ১১ জুন ২০২০ ১৯:০৪
ঢাকা: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার ওপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে আগের ১০ শতাংশ সম্পূরক শুল্ক থাকলেও এবার তা ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। এর ফলে মূল্য সংযোজন কর ও সারচার্জ মিলিয়ে মোবাইল ফোনে ১০০ টাকার কথা বললে ২৫ টাকার কিছুটা বেশি সরকারই নিয়ে নেবে। আগে এই পরিমাণ ছিল প্রায় ২২ টাকা। অর্থাৎ নতুন বাজেটের সরকার প্রতি একশ টাকার ফোনকল খরচে ৩ টাকা করে বাড়তি নেবে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এই বাজেট ঘোষণা করেন।
আরও পড়ুন- চাল-আটা-পেঁয়াজসহ যেসব পণ্যের দাম কমতে পারে
বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে যে সেবা দেওয়া হয়, তার ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। আগে থেকেই মোবাইল সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১ শতাংশ সারচার্জ ছিল। নতুন করে সম্পূরক শুল্ক বৃদ্ধি পাওয়ায় এখন মোবাইলে কথা বলার ওপর করভার হচ্ছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ।
এর আগে ১০ শতাংশ সম্পূরক শুল্ক থাকার সময় এই খাতে মোট কর ছিল ২৭ দশমিক ৬৫ শতাংশ। অর্থাৎ ১২৭ টাকা ৬৫ পয়সার কথা বললে ২৭ টাকা ৬৫ পয়সা পেত সরকার। অর্থাৎ ১০০ টাকায় সরকারি কোষাগারে জমা হতো ২১ টাকা ৭২ পয়সা।
আরও পড়ুন- বাজেটে করমুক্ত আয়সীমা পুরষের ৩ লাখ, নারীর সাড়ে ৩ লাখ
একই হিসাবে প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ১৫ শতাংশ শুল্ক হার আরোপ হলে ১৩৩ টাকা ৫৭ পয়সার কথা বললে সরকারের হিসাবে জমা হবে ৩৩ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ ১০০ টাকার কথা বললে ২৫ টাকা ১৩ পয়সা যাবে সরকারের কোষাগারে।
বাজেটের কর প্রস্তাব ঘোষণার পরপরই বর্ধিত এই সম্পূরণ শুল্ক কার্যকর হয়েছে। অবশ্য বাড়তি এই করহার গ্রাহককে বহন করতে হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। টেলিযোগাযোগ কোম্পানিগুলো নিজেরা এই বাড়তি কর বহন না করলে গ্রাহকের ওপরই করের বোঝা বাড়বে।
আরও পড়ুন-
এক নজরে ২০২০-২১ অর্থবছরের বাজেট
কৃষিতে ভর্তুকি সাড়ে ৯ হাজার কোটি টাকা
মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাবিত বাজেট
বাজেটে স্বর্ণ আমদানির ওপর ভ্যাট প্রত্যাহার
করোনাতেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৮.২ শতাংশ
করোনা মোকাবিলায় স্বাস্থ্য উপকরণে মূসক ছাড়
প্রতিরক্ষা খাতে বরাদ্দ সাড়ে ৩৪ হাজার কোটি টাকা
বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ২ লাখ ৫ হাজার কোটি টাকা
৭৮৬ কোটি থেকে বাজেট ছাড়াল সাড়ে ৫ লাখ কোটি টাকা
বরাদ্দ কমেছে ডাক-আইসিটিতে, বেড়েছে বিজ্ঞান-প্রযুক্তিতে
পুঁজিবাজার, জমি, বিল্ডিং, ফ্ল্যাটে কালো টাকা বিনিয়োগের সুযোগ
ভিডিওতে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর
‘বড়’ ঘাটতির চ্যালেঞ্জ নিয়ে আসছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট
কথা বলার খরচ বাড়লো টপ নিউজ মোবাইলে কথা বলার খরচ সম্পূরক শুল্ক