সিলেট শামসুদ্দিন হাসপাতালে একদিনে তিন জনের মৃত্যু
১১ জুন ২০২০ ১৮:২৮
সিলেট: সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বৃহস্পতিবার (১১ জুন) চিকিৎসাধীন অবস্থায় তিন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। অন্য দুই জন উপসর্গ নিয়ে ভর্তি হলেও তাদের পরীক্ষার ফলাফল এখনও আসেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত।
জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মতিন মিয়া। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দু’জন হলেন সিলেট শহরতলীর শাহপরান এলাকার আব্বাস উদ্দিন ও খাদিমনগর এলাকার পারভিন বেগম।