Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত


১১ জুন ২০২০ ১৭:৫৫ | আপডেট: ১১ জুন ২০২০ ১৭:৫৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (১০ জুন) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি মহাসড়কে পরিবহনে ডাকাতির সঙ্গে জড়িত।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান মামুন সারাবাংলাকে জানিয়েছেন, মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করা একদল যুবককে ধরতে তারা অভিযান শুরু করে। এসময় পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এরপর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে দাবি র‌্যাবের এই কর্মকর্তার।

এএসপি মামুন আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডাকাত বন্দুকযুদ্ধ র‍্যাব