Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিতে ভর্তুকি সাড়ে ৯ হাজার কোটি টাকা


১১ জুন ২০২০ ১৭:২৯ | আপডেট: ১১ জুন ২০২০ ১৭:৩৩

ঢাকা: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়কে ১৫ হাজার ৪৪২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ১ হাজার ৩৮৯ কোটি টাকা বেশি। বরাদ্দের সঙ্গে সঙ্গে কৃষি খাতে ভতুর্কিও বেড়েছে ৫০০ কোটি টাকা। এবার কৃষি খাতে ভর্তুকি ধরা হয়েছে ৯ হাজার ৫০০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট উপস্থানকালে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এসব তথ্য জানান। এছাড়া কৃষকদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনঃঅর্থায়ন স্কিমে ৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘কৃষি হচ্ছে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত। আমরা অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণ, সেচ ও বীজে প্রণোদনা, কৃষি পুনর্বাসনে জোর দেওয়া ও সারের উপর ভর্তুকি অব্যাহত রাখবো।’

তিনি আরও বলেন, ‘আগামীতে কৃষি খামার যান্ত্রিকীকরণে ৩ হাজার ১৯৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী অর্থবছরে কৃষি ভর্তুকি ৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হবে। বিগত বছরের মতো আমদানি খরচ যাই হোক না কেন আগামী অর্থবছরেও রাসায়নিক সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হবে ও কৃষি প্রণোদনা অব্যাহত থাকবে।’

বক্তৃতায় বলা হয়, আগামী অর্থবছরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে ২২ হাজার ৪৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ২১ হাজার ৪৮৪ কোটি টাকা।

এদিকে মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক বাজেটে দেখা গেছে, কৃষি মন্ত্রণালয়কে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ হাজার ৪৪২ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে এই বরাদ্দ ছিল ১৪ হাজার ৫৩ কোটি টাকা। আর চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ধরা হয়েছিল ১২ হাজার ৯৭৫ কোটি টাকা। অর্থাৎ প্রস্তাবিত নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৩৮৯ কোটি টাকা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই কৃষিখাতে ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দিয়ে আসছে সরকার। এরমধ্য প্রায় তিন হাজার কোটি টাকায় ফেরত যাওয়ারও রেকর্ড রয়েছে।

অর্থবছর কৃষি কৃষি মন্ত্রণালয় বরাদ্দ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর