Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন ও বিচার বিভাগের জন্য বাজেটে বরাদ্দ বেড়েছে ১০৭ কোটি


১১ জুন ২০২০ ১৭:১৯

ঢাকা: আইন ও বিচার বিভাগের জন্য ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৭৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছর থেকে ১০৭ কোটি টাকা বেশি। এর মধ্যে সুপ্রিমকোর্টের জন্য প্রস্তাব করা হয়েছে ২২২ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের ওপর। তা ছাড়া দরিদ্র জনগোষ্ঠীকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সংস্থা জাতীয় আইনগত সহায়তা প্রদান (লিগ্যাল এইড) সংস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের অধস্তন আদালত সমূহকে আইসিটি নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি আদালতকে ই-কোর্ট রুমে পরিণত করা হবে। প্রতিটি আদালত এবং বিচারকের সাথে সম্পৃক্ত বিভিন্ন দপ্তর যেমন থানা, হাসপাতাল, কারাগার এবং সম্পৃক্ত ব্যক্তি যেমন তদন্তকারী, সাক্ষী, আইনজীবী, আসামি ইত্যাদি সেন্ট্রাল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকবে বিধায় মামলা ব্যবস্থাপনা দক্ষ হবে। এতে বিচারপ্রার্থী জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে। এটি বাস্তবায়িত হলে বিচারপ্রার্থীগণ শীঘ্রই এর সুফল ভোগ করতে পারবেন।’

এ ছাড়া ভূমি নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে আইসিটি নির্ভর করা হবে। বিভিন্ন দফতরের সঙ্গে আন্তঃপরিবাহিতা (ই-সার্ভিস বাস) বা লিংকেজ স্থাপনের মাধ্যমে মাঠপর্যায়ে ভূমি অফিস, সেটেলমেন্ট অফিসসমূহ, সাব রেজিস্ট্রি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিস, নিবন্ধন অধিদপ্তর, ভূমি সংক্রান্ত অন্যান্য অফিস, নির্বাচন কমিশন, পাসপোর্ট অধিদপ্তর এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের সঙ্গে নিরাপদ আন্তঃযোগাযোগ ও তথ্যের আদান প্রদানের জন্য সহায়ক হবে। এর ফলে ভূমি নিবন্ধন নাগরিকরা ইলেক্ট্রনিক পদ্ধতিতে সেবা পাবেন।

বিজ্ঞাপন

আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৭৩৯ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে সুপ্রিমকোর্টের জন্য ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

আইন ও বিচার নতুন অর্থবছর বাজেট বাজেট বরাদ্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর