Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু ১৬ জুন


১১ জুন ২০২০ ১৫:১৬

ঢাকা: প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামী ১৬ জুন থেকে চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আন্তর্জাতিক রুটে ফ্RgVRfসারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে ফ্লাইট পরিচালনা করব। তবে কাতারে আমাদের যাত্রী প্রবেশ করবে না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে আমরা বিমানবন্দরটি ব্যবহার করব। এছাড়া চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা ফ্লাইট চালু করতে পারছি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তবে কাতার এয়ার ওয়েজকে যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়েছে। তারা ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, সেসব দেশে তাদের নিয়ে যাবে।’

এর আগে গত ২১ মার্চ প্রথমে ১০টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ সিভিল এভিয়েশন। এরপর একের পর এক বিমান বন্ধের সময়সীমা বাড়ে। সর্বশেষ ২৮ মে বেবিচকের এক সিদ্ধান্তে ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। তবে ২৮ মের সিদ্ধান্তে ১৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে প্রথম থেকেই চীনের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। সেইসঙ্গে চালু রয়েছে চাটার্ড ফ্লাইটও।

১৬ জুন আন্তর্জাতিক রুট টপ নিউজ ফ্লাইট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর