সড়ক পরিবহন ও সেতুতে আসছে ২৫ হাজার কোটি টাকার বাজেট
১১ জুন ২০২০ ১৪:২৩ | আপডেট: ১১ জুন ২০২০ ১৫:৪৮
ঢাকা: দুটি মেট্রোরেলসহ আগামী ২০২০-২১ অর্থবছরে ১৯৮টি প্রকল্পের কাজ এগিয়ে নিতে বাজেট পরিকল্পনা করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়। আর এতে বরাদ্দ বেশি পাচ্ছে নতুন সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্প। এর মধ্যে সরকারের চলমান ১৭টি বড় প্রকল্প রয়েছে। আর এই প্রকল্পগুলোতে ব্যয় হবে ২৪ হাজার ৮২৫ কোটি টাকা।
মন্ত্রণালয় সূত্র জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৯৮টি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরের বাজেটে প্রায় ৮৬৬ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হচ্ছে।
এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, চলতি অর্থবছরের এডিপিতে এ বিভাগের অধীন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ ছিল ২৩ হাজার ৯৫৯ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য বরাদ্দ থাকছে ২৪ হাজার ৮২৫ কোটি টাকা। চলতি অর্থবছরে এ বিভাগের প্রকল্প বাস্তবায়নে বিদেশি সহায়তা আছে প্রায় ছয় হাজার ৩১৭ কোটি টাকা। আগামী অর্থবছরে এর জন্য বরাদ্দ থাকছে সাত হাজার ৩০০ কোটি টাকা।
বাজেটে যেসব প্রকল্প অগ্রাধিকার পাচ্ছে তার মধ্যে রয়েছে- বিমানবন্দর থেকে কমলাপুর ও গাবতলী থেকে ভাটারা মেট্রোরেল। সড়ক উন্নয়নের মধ্যে রয়েছে ঢাকা-সিলেট চারলেন প্রকল্প, হাটিকুমরুল-রংপুর জাতীয় মহাসড়ক চারলেন প্রকল্প ও আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চারলেনকে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম জানান, করোনার কারণে বিভিন্ন প্রকল্পে ধীরগতি ছিল। এজন্য প্রস্তাবিত বাজেটে কাজ এগিয়ে নেওয়ার উপযোগী বাজেট করা হয়েছে। বরাদ্দ বাড়ানো হয়েছে চলমান প্রকল্পে।