Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বালুর ট্রাকের সাথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ


১১ জুন ২০২০ ০১:১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নওগাঁ: নওগাঁর আত্রাই রেলস্টেশন সংলগ্ন অনুমোদনহীন রেল গেটে বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে বালুবাহী ট্রাকের সাথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ট্রেন ইঞ্জীন বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের সাথে ঢাকা ও খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে রাত সাড়ে ৮টার দিকে ইশ্বরদী থেকে রিফিল একটি ইঞ্জীন এসে ওই ট্রেনটি নিয়ে যাওয়ার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আত্রাই রেল স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, সান্তাহার থেকে বিকেল ৫ টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। আত্রাই স্টেশনে ওই ট্রেনের স্টপেজ নেই, থ্রুপাস দেওয়া ছিল ট্রেনটি। এর আগে স্টেশনের সামনে অনুমোদনহীন রেল গেট দিয়ে বালু নিয়ে ট্রাকটি পার হওযার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে যায়।

তবে ইঞ্জীনের হুসপাইপসহ ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। তিনি জানান রাত সাড়ে ৮টার দিকে ইশ্বরদী থেকে রিলিফের একটি ইঞ্জীন এসে ট্রেনটি নিয়ে গেলে আবার ট্রেন চলাচল স্বভাবিক হয়।

এই ঘটনায় প্রাণহানী বা কেউ আহত হয়নি।

সারাবাংলা/আআরপি/জেএইচ

ট্রেন দুর্ঘটনা নওগাঁ পঞ্চগড় এক্সপ্রেস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর