ওসমানী উদ্যানে কার পার্কিংয়ের স্থান বাড়ানোর নির্দেশ মেয়র তাপসের
১১ জুন ২০২০ ০০:৩৮ | আপডেট: ১১ জুন ২০২০ ১১:২৯
ঢাকা: রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যেমন সচিবালায়, গুলিস্তান ও পুলিশ হেড কোয়ার্টার্স এলাকার যানজট নিরসনে ওসমানী উদ্যানে কার পার্কিংয়ের সংখ্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একই সঙ্গে যে কোনও উন্নয়ন কাজ পরবর্তী ৩০ বছরের সমস্যা বিবেচনায় গ্রহণ করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১০ জুন) নগরীর ওসমানী উদ্যানের নির্মাণ কাজ পরিদর্শনে এসে কর্মকর্তাদের এ নির্দেশনা দেন মেয়র।
ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ওসমানী উদ্যানের আশেপাশে সচিবালয়সহ অনেক গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে। ফলে এই এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক। কিন্তু নির্মাণাধীন পার্কটিতে শুধু ঘুরতে আসা মানুষের জন্য মাত্র ৩০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এটাকে আরও বাড়াতে পারলে আশপাশের এলাকা গাড়ি মুক্ত হয়ে যাবে। ফলে সড়কে আর পার্কিং থাকবে না।
এসময় মেয়র পার্কের কাজ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দ্রুত গতিতে কাজ শেষ করার নির্দেশও দেন।
তাপস বলেন, উদ্যানের কাজে খুবই ধীরগতি দেখা যাচ্ছে। এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি পরিদর্শনে এসেছি। পার্কের বিষয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছি। বিভিন্ন স্থান থেকে এসে মানুষ যাতে এখানে একটি নির্মল আনন্দ উপভোগ করতে পারেন। তারা যেন দ্রুত পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারেন, সবুজ উপভোগ করতে পারেন সেই সুযোগ সুবিধা সংবলিত এই পার্কটি আমরা গড়ে তুলতে চাই।
জোন ভিত্তিক লকডাউনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, সরকার আমাদের সঙ্গে মতবিনিময় করেছে। আমরা আমাদের মতামত জানিয়ে দিয়েছি। আমরা এখনও কোনও প্রজ্ঞাপন পায়নি। সরকারের সিদ্ধান্তের আলোকে আমরা সেটা বাস্তবায়ন করবো। দক্ষিণ সিটি করপোরেশনের কার্যপরিধি কী হবে সেটা সুনির্দিষ্টভাবে প্রজ্ঞাপনে পেলে আমরা কাজ শুরু করবো।
লকডাউন বাস্তবায়নে দক্ষিণ সিটি করপোরেশন কতটুকু প্রস্তুত সে প্রসঙ্গে জানতে চাইলে মেয়র বলেন, সেটা নির্ভর করে আমাদের উপরে দায়িত্ব কতটুকু দেওয়া হবে। আমাদের মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারী আছে। আমরা তাদেরকে কাজে লাগাতে পারবো। কিন্তু সেটা নির্ভর করবে কার্যপরিধিতে কী উল্লেখ আছে। আমার মতামতে বলেছি কার্যপরিধিটা সুনির্দিষ্টভাবে করা উচিত। তবে আমাদের মানসিক প্রস্তুতি রয়েছে।
মেয়র বলেন, আমরা মশক নিধন কার্যক্রমে ব্যাপকহারে হাত দিয়েছি। জনগণও এটা স্বতস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমরা আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব। আগামী রবিবার থেকে আমরা জলাশয়গুলো পরিষ্কার শুরু করে দিচ্ছি। পরের রবিবার নর্দমাগুলো পরিষ্কার আরম্ভ করব। এসব জলাশয় ও লেকগুলো আমরা পরিষ্কার করবো। আমাদের এসব স্থানে আমরা মাছ ও হাঁস চাষ করবো। যাতে করে পানিগুলো সব সময় স্বচল থাকে।