Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্যামসাং মোবাইলে মিলছে আকর্ষণীয় মূল্যছাড়


১০ জুন ২০২০ ২৩:১৬

ঢাকা: আকর্ষণীয় মূল্য ছাড় দিচ্ছে স্যামসাং। প্রতিষ্ঠানটির বিভিন্ন হ্যান্ডসেটে ৬০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রেতারা ৬০০ টাকা ছাড়ে ৬ হাজার ৯৯০ টাকায় গ্যালাক্সি এ২ কোর, ৫০০ টাকা ছাড়ে ১৫ হাজার ৪৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৩/৩২ জিবি), ৫০০ টাকা ছাড়ে ১৬ হাজার ৯৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৪/৬৪ জিবি), ১ হাজার টাকা ছাড়ে ১৮ হাজার ৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩০এস (৪/৬৪ জিবি), ১ হাজার টাকা ছাড়ে ২০ হাজার ৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩০এস (৪/১২৮ জিবি) সেট কিনতে পারবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া স্যামসাং এর জনপ্রিয় দুটি ডিভাইস– ২২ হাজার ৯৯০ টাকায় (৪ হাজার টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০ (৪/৬৪ জিবি) এবং ২৭ হাজার ৫৯৯ টাকায় (১ হাজার টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ ৫০এস (৬/১২৮ জিবি) কিনতে পারবেন। ক্রেতারা ৩ হাজার টাকা ছাড় সুবিধায় স্যামসাং এর মিড রেঞ্জের গ্যালাক্সি এম৪০ ক্রেতারা কিনতে পারবেন ২১ হাজার ৪৯০ টাকায়। নির্বাচিত কিছু রিটেইল স্টোর অথবা গ্যালাক্সিশপবিডি.কম (galaxyshopbd.com) থেকে নিচের গ্যালাক্সি এ সিরিজ ডিভাইসগুলো কেনা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাশ্রয়ী দামে ক্রেতাদের স্মার্টফোন ক্রয়ের সুবিধা দিতে স্যামসাং বাংলাদেশ নির্ধারিত গ্যালাক্সি ডিভাইসে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এ সিরিজের নির্ধারিত স্মার্টফোনগুলোতে এ ছাড় সুবিধা দিচ্ছে। নান্দনিক স্ক্রিন ও দুর্দান্ত পারফরম্যান্সের গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো সাশ্রয়ী দামের মধ্যে গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করেই নকশা করা হয়েছে। স্মার্টগুলো সবার জন্য-কারণ নান্দিকতাই সবার পছন্দ।

বিজ্ঞাপন

ক্রেতারা এ অফারটি উপভোগ করতে পারবেন আগামী ৩০ জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করা যাবে ০৮০০০৩০০৩০০ নম্বরে।

মূল্য ছাড়া মোবাইল স্মার্টফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর