Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির অভিযানে বিভিন্ন বাড়ি মালিকের আড়াই লাখ টাকা জরিমানা


১০ জুন ২০২০ ২২:৩৮ | আপডেট: ১১ জুন ২০২০ ০০:২৯

ঢাকা: এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ চিরুনি অভিযানের পঞ্চম দিনে বিভিন্ন বাড়ির মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মোট ১৩ হাজার ৪৬২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৫৩টিতে এডিস মশার লার্ভার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সেই সঙ্গে ৯ হাজার ২৫৮টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া যায় বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আতিকুর রহমান।

তিনি জানান, অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪টি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিকদেরকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৬ জুন থেকে আজ পর্যন্ত এই ৫ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ৬৭ হাজার ৫৯২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৮৫৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ৪৬ হাজার ৮০১টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এসময়ে মোট ৪ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি-স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে চিরুনি অভিযান শেষে ডিএনসিসির কোন কোন এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেস তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এডিস জরিমানা মশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর