Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান-সাবেক এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব


১০ জুন ২০২০ ১৯:২০ | আপডেট: ১০ জুন ২০২০ ২১:২৩

ঢাকা: একাদশ জাতীয় সংসদে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাসহ সাবেক আট সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিণী আনোয়ারা রাব্বী, সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী সাহান আরা বেগমসহ প্রয়াত বিশিষ্টজনদের নামে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে তাদের নামে শোক প্রস্তাব করা হয়। এসময় রেওয়াজ অনুযায়ী চলমান সংসদে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম মতিয়া চৌধুরী, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা।

বিজ্ঞাপন

একাদশ জাতীয় সংসদে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। সপ্তম অধিবেশন শেষ হওয়ার পর থেকে অষ্টম অধিবেশনের শুরু পর্যন্ত আরও আট জন সাবেক সংসদ সদস্য মারা গেছন। তাদের নামেও সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সাবেক এমপিদের মধ্যে রয়েছেন— ওয়ালিউর রহমান রেজা (গাইবান্ধা-৫), সংবিধানে স্বাক্ষরকারী অন্যতম সদস্য খন্দকার আসাদুজ্জামান (টাঙ্গাইল-২), মমতাজ বেগম (টাঙ্গাইল-২), আলহাজ্ব মকবুল হোসেন (ঢাকা-৯), জহিরুল ইসলাম (কক্সবাজার-১), কামরুন নাহার পুতুল (বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত), আনোয়ারুল কবির তালুকদার (জামালপুর-৪), এম এ মতিন (চাঁদপুর-৫), সৈয়দ রাহমাতুর রব ইরতিজা আহসান (বরগুনা-২)।

বিজ্ঞাপন

এছাড়াও যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয় তাদের মধ্যে রয়েছেন— জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. সাদাত হুসাইন, জাতীয় অধ্যাপক ও খ্যাতিমান প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিণী আনোয়ারা রাব্বী, সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী সাহান আরা বেগম, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের পুত্রবধূ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ কে ফাইজুল হকের স্ত্রী মোসাম্মৎ মরিয়ম বেগম, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি’র বড় ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এ বি এম ফজলে রাব্বি চৌধুরী, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের পিতা সুশান্ত সরকার, সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর, একুশে পদকপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. মজিবর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আলেম কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক গোলাম রাব্বানী হেলাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক এবং কণ্ঠশিল্পী আজাদ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনেম ও বাংলাদেশ টেলিভিশনের প্রথম নারী ক্যামেরাম্যান রোজিনা আক্তার।

এছাড়া প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যেসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুদেও সংসদ গভীর শোক প্রকাশ করছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে নিহতদের স্মরণেও শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

জাতীয় সংসদ শোক প্রকাশের পর সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। আলোচনা শেষে শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করে সংসদ।

জাতীয় সংসদ ড. আনিসুজ্জামান ড. জামিলুর রেজা চৌধুরী শোক প্রস্তাব শোক প্রস্তাব গ্রহণ হাবিবুর রহমান মোল্লা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর