Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় আরও ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩১


১০ জুন ২০২০ ১৫:০৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভের সংখ্যা দাঁড়াল ১৩১ জন। বুধবার (১০) বেলা ১ টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার ৬৬টি রিপোর্ট আসে। এর মধ্যে নতুন করে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ২ জন ও দামুড়হুদা উপজেলার দর্শনার ২ জন রয়েছেন। দামুড়হুদার দুজনের মধ্যে একজন ৪ বছরের শিশু।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। সুস্থ্য হয়েছেন ৮৩ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন।

করোনা চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর