৯ দিনেও মেলেনি করোনা পরীক্ষার ফল, উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
১০ জুন ২০২০ ১৩:৩৪
হিলি: দিনাজপুরের হিলিতে নমুনা দেওয়ার নয়দিন পরও সাহেব আলী (৬০) নামের এক বৃদ্ধের করোনা পরীক্ষার ফল পাওয়া যায়নি। নয়দিন পর করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, সাহেব নামের একজন করোনা উপসর্গ নিয়ে আজ মারা গেছে। তিনি ঢাকার নায়ারণগঞ্জে আনসার সদস্য পদে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে বাসায় আসেন। এরপর তিনি নয়দিন আগে নমুনা দিয়েছে। তবে তার নমুনা পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।
কেন এতদিনেও নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি?- প্রশ্ন করা হলে সিভিল সার্জন বলেন, ‘পিসিআর ল্যাবে অনেক নমুনা জমা হয়ে আছে। মেশিনের সক্ষমতা কম থাকায় ও জনবল সংকটের কারণে এগুলো দ্রুত পরীক্ষা করা যাচ্ছে না।’
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, সিভিল সার্জন ও স্বাস্থ্যবিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে দুপুরে তার দাফন করা হবে।