Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছরের শিশু ধর্ষণ: আসামির দোষ স্বীকার


১০ জুন ২০২০ ০২:৩২

ঢাকা: হাজারীবাগ থানা এলাকায় তিন বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগের মামলায় আসামি সুজন মিয়া (৬০) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার আসামি সুজন মিয়াকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন।

বিজ্ঞাপন

এরআগে গত ৭ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ জুন রাতে বাদাম বিক্রেতা সুজন মিয়া ওই শিশুকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাজারীবাগের নির্জন একটি বাসায় নিয়ে ধষর্ণ করেন। এর পর তিনি পালিয়ে যান।

ওই দিনই শিশুটির পরিবার সুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করে।

৩ বছরের শিশুকে ধর্ষণ জবানবন্দি ধর্ষণ শিশুকে ধর্ষণ স্বীকারোক্তিমূলক জবানবন্দী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর