না ফেরার দেশে ভাষা সংগ্রামী অসিত কুমার দেব
৯ জুন ২০২০ ২২:১৮ | আপডেট: ১০ জুন ২০২০ ১৪:২১
শেরপুর: ভাষা সংগ্রামী অসিত কুমার দেব (৯৫) আর নেই। শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নিভৃতচারী ভাষা সংগ্রামী। স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সন্ধ্যা ৭টায় চন্দ্রকোনা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় অসিত কুমার দেব ছিলেন ময়মনসিংহের মৃত্যুঞ্জয়ী স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে অবস্থাতেই তিনি এই আন্দোলনে যুক্ত হন। ২১ ফেব্রুয়ারি ঢাকায় ভাষার দাবিতে আন্দোলনতরত ছাত্রদের মিছিলে সরকারি বাহিনী গুলি করে ছাত্রহত্যার প্রতিবাদে দাবানলের মতো প্রতিবাদ-বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সারাদেশে। তার ঢেউ এসে লাগে ময়মনসিংহেও। ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ ডিসি অফিস ঘেরাও করে ছাত্র-জনতা। সেই মিছিল থেকে যে ১৭ জনকে পুলিশ গ্রেফতার করেছিল, অসিত কুমার দেব ছিলেন তাদের একজন। ৪ দিন হাজতে কাটিয়ে তারপর ছাড়া পেয়েছিলেন।
পরবর্তী জীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়লেও শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন অসিত কুমার। দীর্ঘদিন নকলার গণপদ্দি উচ্চ বিদ্যালয় ও চন্দ্রকোণা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা শেষে নিজ বাড়িতে অবসরযাপন করছিলেন। ইংরেজির শিক্ষক হিসেবে এলাকায় তার ব্যাপক সুনাম ছিল।
নিভৃতচারী এই ভাষা সংগ্রামীকে নিয়ে ২০১৭ সালের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। কিন্তু একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস কিংবা সরকারিভাবে তাকে ভাষা সংগ্রামী হিসেবে কোনো ধরনের স্বীকৃতি কিংবা সম্মাননা জানানো হয়নি। সরকারি স্বীকৃতির জন্য কখনো লালায়িতও ছিলেন না অসিত কুমার দেব।