Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ের দায়িত্বে এলেন ডিসি হারুন


১০ জুন ২০২০ ০০:৫৬

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ডিসি হারুন অর রশীদকে তেজগাঁও বিভাগের (ক্রাইম) বিভাগের উপকমিশনার পদে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সিই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বদলি হওয়া বাকি চার কর্মকর্তাদের মধ্যে ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে উপকমিশনার লালবাগ, লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলামকে উপকমিশনার লজিস্টিকস, লজিস্টিকস বিভাগের উপকমিশনার মো. জিয়াউল আহসান তালুকদারকে উপকমিশনার পিওএম (পশ্চিম) ও পিওএম (পশ্চিম) বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে উপপুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ হিসেবে বদলি করা হয়েছে।

উপকমিশনার হারুন অর রশীদ চাকরির শুরুতে তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। হরতাল চলাকালে বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুকের সঙ্গে মারামারির ঘটনায় আলোচনায় আসেন তিনি। সেখান থেকে পদন্নোতি পেয়ে দীর্ঘদিন লালবাগ বিভাগে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির আরেক হরতাল চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মমভাবে খুন হন বিশ্বজিৎ রায়। এরপর হারুন গাজীপুর জেলা পুলিশ সুপার হন। দীর্ঘদিন সেখানে কর্মরত অবস্থাতেও নানা কারণে আলোচনায় আসেন। এসময় তাকে ডিএমপিতে বদলির পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে তাকে আবারও পুলিশ সদর দফতরে ক্লোজড করা হয়। পরে তাকে ডিএমপিতে বদলি করা হয়। ডিএমপিতে তিনি প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপকমিশনার ছিলেন।

বিজ্ঞাপন

ডিএমপি ডিসি হারুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদলি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর