Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ইমপালস হাসপাতালের চিকিৎসকের মৃত্যু


৯ জুন ২০২০ ২৩:৫২

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান। তিনদিন ধরে হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খান তিনদিন ধরে ইমপালস হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। আজ বিকেল সাড়ে চারটায় তিনি মৃত্যুবরণ করেন।’

বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও সারাদেশে এক হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

ইমপালস হাসপাতাল চিকিৎসক টপ নিউজ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর