Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিসের ১৪১ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত


৯ জুন ২০২০ ১৫:২৯

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন কর্মকর্তাসহ ৫৪ জন এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার ( ৯ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ৮ জনকে হোম কোয়ারেনটাইনে ও ৭৮ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এছাড়া এক জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দফতর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, আরও ১৯ জন অধিদফতরের বিভিন্ন শাখার। ৯ জন সদর ঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৮ জন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডিইপিজেট ফায়ার স্টেশনের ( সাভার)। এছাড়া ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামা ফায়ার স্টেশনের, ৩ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ৫ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের। ৫ জন সিলেট ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ১ জন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট)। ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, ১ জন সালতা ফায়ার স্টেশন (ফরিদপুর), ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের, ৩ জন বারিধারা ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সেন্টার ও রূপগঞ্জের ইউসুফ স্কুলসহ বিভিন্ন স্থানে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। একজন সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

                                                           আরও পড়ুন- ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৫ জনের মৃত্যু, শনাক্তও সর্বোচ্চ ৩১৭১

বিজ্ঞাপন

এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রেকর্ড ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট  ৯৭৫ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে তিন হাজার ১৭১ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৭১ হাজার ৬৭৬  জন।

করোনা করোনাভাইরাস টপ নিউজ ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর