Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যুর মৃত্যু


৯ জুন ২০২০ ১৪:০০

ভোলা: জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মামলার আসামি জলদস্যু মো. শফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছে। নিহত শফিকুল ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুনাফ ব্যাপারীর ছেলে।

মঙ্গলবার (৯ জুন) ভোরের দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকার বালুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সোমবার গভীর রাতে জলদস্যুদের দুই গ্রুপের সাথে ভাগ-বাটোয়ারা নিয়ে গোলাগুলি হয়। এসময় স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে জলদুস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছোঁড়ে। ওই সময় জলদস্যুরা ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলামের লাশ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার সকালে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

পুলিশ সুপার আরও জানান, তবে শফিকুল জলদস্যুদের গুলিতে নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে বিষয়টি।

জলদস্যু বন্দুকযুদ্ধ ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর