Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত


৯ জুন ২০২০ ১২:১৩ | আপডেট: ৯ জুন ২০২০ ১৫:২১

ঢাকা: যশোর-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য রনজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল করোনা পজিটিভ আসে।

পরে তাকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সংসদ সদস্যের ব্যাপারে তার ব্যক্তিগত সহকারী তপন কুমার বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘গতকাল রাত একটার দিকে ওনাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে চিন্তার কিছু নেই। যেহেতু ওনার পজেটিভ এসেছে তাই আমরা আইসোলেশনের ব্যবস্থা নিয়েছি। ওনার পরিবারের আর কেউ যাতে করোনায় আক্রান্ত না হয় সেজন্যও আমরা ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘স্যারসহ আমরা মোট ৮ জন টেস্ট করিয়ে ছিলাম, সবার নেগেটিভ এসেছে শুধু ওনার পজিটিভ এসেছে। স্যার সুস্থ আছেন। স্যারের নাম্বার খোলা আছে। প্রয়োজন হলে স্যারের সাথে কথা বলে নিতে পারেন কোনো সমস্যা নাই।’

করোনাভাইরাস যশোর-৪ রনজিত কুমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর