মার্কিন কংগ্রেসে পুলিশি কর্মকাণ্ডকে আইনের আওতায় আনার প্রস্তাব
৯ জুন ২০২০ ০৫:০৭ | আপডেট: ৯ জুন ২০২০ ১২:৩৩
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে পুলিশ বিভাগকে কৃতকর্মের জন্য বিচার বিভাগের নিকট দায়বদ্ধ করতে ‘জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট ২০২০’ বিল উত্থাপন করেছে বিরোধী ডেমোক্রেট দল। খবর বিবিসি।
এদিকে, এই বিল আইন আকারে গৃহীত হলে যুক্তরাষ্ট্রের পুলিশি নির্যাতন, ক্ষমতার অপব্যবহার এবং বর্ণবাদী আচরণের প্রেক্ষিতে নাগরিকের জন্য আইনের আশ্রয় নেওয়া আরও সহজ হবে। এছাড়াও, পুলিশের যে কোনো অসদাচারণ বিচারবিভাগ স্বপ্রণোদিত হয়ে আমলে নিতে পারবেন।
True justice can only be achieved with full, comprehensive action. Democrats are taking steps to achieve justice and save lives. pic.twitter.com/JhcUIkH8DK
— Nancy Pelosi (@TeamPelosi) June 8, 2020
এর আগে, মে মাসের ২৫ তারিখে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশি হেফাজতে নির্যাতনের মুখে নিরস্ত্র আফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের পক্ষ থেকে ওই পুলিশি নির্যাতনের ঘটনায় প্রাণ হারানো জর্জ ফ্লয়েডকে শহীদ হিসেবে ঘোষণা করা হয়। মিনিয়াপোলিসের ঘটনা যেনো আবার যুক্তরাষ্ট্রে না ঘটে সে লক্ষেই এই বিল কংগ্রেসে তোলা হয়েছে বলে পার্টি সূত্রে জানা গেছে।
অন্যদিকে, ক্ষমতাসীন এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দল এই ‘জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট ২০২০’ নিয়ে কী ভাবছে, তা এই প্রতিবেদন লেখা অবধি জানা যায়নি।
প্রসঙ্গত, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জের ধরে প্রথমে যুক্তরাষ্ট্রে পরে সারা পৃথিবীতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট’ জোরদার হয়। ওই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর পুলিশ বিভাগকে সিটি কাউন্সিল থেকে পৃথক করার প্রস্তাব দিলেও, শহরের মেয়র জন ফেরি প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন।
আরও পড়ুন: মিনিয়াপোলিসের সিটি কাউন্সিল থেকে পুলিশ বিভাগ পৃথক করার প্রস্তাব
কংগ্রেস জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট ডেমোক্রেট যুক্তরাষ্ট্র রিপাবলিকান