পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল কৃষকের
৮ জুন ২০২০ ১৫:২০ | আপডেট: ৮ জুন ২০২০ ২০:০৯
শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ঘুষিতে প্রাণ হারিয়েছেন কৃষক আমজাদ আলী (৪৫)। রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খরখরিয়াকান্দা ভোটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষক উপজেলার দক্ষিণ ছালুয়াতলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গত বছরের বোরো মৌসুমে খরখরিয়াকান্দা গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মামুন রুবেলের কিছু জমি ট্রাক্টর দিয়ে চাষ করে দেন আমজাদ আলী। ওই সময় থেকে চাষের বাকি টাকা আমজাদকে দিতে বার বার তারিখ দিয়ে আসছিল রুবেল।
রোববার সন্ধ্যার দিকে আমজাদ খরখরিয়াকান্দা ভোটঘর বাজারে গিয়ে রুবেলকে পেয়ে পাওনা টাকা চাইলেই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আমজাদের বুকে রুবেল সজোরে একাধিক ঘুষি মারে। এতে আমজাদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা পরিচালিত হবে।