Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের ডিজির অব্যাহতি স্থগিত


৮ জুন ২০২০ ১৭:১৩

ঢাকা: শ্রম মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ডা. এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আনিসুল আউয়ালের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

পরে তিনি জানান, গত ২ জুন শ্রম মন্ত্রণালয়ের এক আদেশে ডা. এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. আমীর হোসেনকে নিয়োগ দেন।

আইনজীবী সানজিদ সিদ্দিকী আরও বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই বরখাস্ত করা নিয়োগের শর্তের পরিপন্থী। কোনো প্রকার নোটিশ না দিয়ে এভাবে একইদিন একই আদেশে একজনকে অব্যাহতি দিয়ে আরেকজনকে নিয়োগ দিতে পারে না। কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তাই আনিসুল আউয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুনানি শেষে আদালত ২ জুনের শ্রম মন্ত্রণালয়ের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছেন।

ডিজি শ্রম স্থগিত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর