Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল ঘুরে চিকিৎসা না পাওয়ায় উষ্মা প্রকাশ হাইকোর্টের


৮ জুন ২০২০ ১৪:০৬ | আপডেট: ৮ জুন ২০২০ ১৮:৩২

ঢাকা: হাসপাতালে ঘুরে ঘুরে রোগীরা চিকিৎসা সেবা না পাওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। দেশের হাসপাতালগুলো আইসিইউ বেড সংক্রান্ত এক রিটের শুনানিকালে হাইকোর্ট এই উষ্মা প্রকাশ করেন। একইসঙ্গে সারাদেশে আইসিইউ বেডের সংখ্যা কত, সেগুলো কীভাবে বণ্টন হয় সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া হাসপাতালের বেড মনিটরিংয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। বুধবার (১০ জুন) এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘সরকারি হেল্প লাইনে যাবতীয় স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। যাবতীয় তথ্য দেওয়া হচ্ছে। হট লা্ইনে কাজ হচ্ছে।’

এ সময় কোর্ট বলেন, ‘আমরা তো পত্র-পত্রিকার মাধ্যমে দেখছি, মানুষ হাসপাতালে হাসপাতালে ঘুরে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না।’

শুনানিতে আবেদনকারীর আইনজীবী বলেন, ‘করোনার রোগীর ক্রিটিক্যাল অবস্থা যখন হয়ে পড়ে তখন কিন্তু আইসিইউ প্রয়োজন হয়। অথচ সরকারি ৪৩২টি আইসিইউ আছে আর বেসকারিভাবে ৭৩২টি। একজন সাধারণ মানুষ বা কম আয়ের মানুষের ক্ষেত্রে বেসরকারি আইসিইউ ব্যবহার করতে পারে না। কারণ বেসকারি আইসিইউতে লাখ লাখ টাকা খরচ হয়। এ কারণে আমরা আদালতকে বলেছি, এই পরিস্থিতিতে ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী সরকার চাইলে বেসরকারি আইসিইউ অধিগ্রহণ করতে পারে। এতে এই পরিস্থিতি মোকাবিলা করা সরকারের পক্ষে সহজ হবে।’

পরে আদালত এ আদেশ দিয়ে বুধবার পরবর্তী দিন ঠিক করে দেন।

করোনাভাইরাস চিকিৎসা হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর