Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়ালি রিমান্ড আবেদনও করা যাবে


৮ জুন ২০২০ ০০:২৫

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে এতদিন দেশের নিম্ন আদালতগুলোতে ভার্চুয়াল পদ্ধতিতে শুধুমাত্র জামিন শুনানি করা যেত। এখন থেকে দেওয়ানি ও ফৌজদারি মামলা বা আপিল দায়ের এবং কারাগারে থাকা আসামির রিমান্ড আবেদনও করা যাবে।

রোববার (৭ জুন) এ সংক্রান্ত অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি মামলা বা আপিল দায়ের ভার্চুয়াল পদ্ধতিতে গ্রহণ করা যাবে। এছাড়াও ফৌজদারি কোনো মামালার আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলখানায় ভার্চুয়াল কনফারেন্সের লিংক পাঠিয়ে শুনানি গ্রহণ করা যাবে। এক্ষেত্রে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামিকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে স্বচক্ষে দেখে রিমান্ড শুনানি করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেইসঙ্গে যেসব দেওয়ানি ও ফৌজদারি মামলা বা আপিল দায়েরের ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা আছে এবং যেসব মামলা বা আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারার বিধান প্রযোজ্য নয়, সেসব মামলা বা আপিল ফাইলিং ভার্চুয়াল পদ্ধিতে গ্রহণ করা যাবে।

দীর্ঘদিন করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি থাকায় আদালত বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে মামলাজট এড়াতে দেশজুড়ে আদালত ব্যবস্থাপনায় পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে। এজন্য সুপ্রিম কোর্টের রুলস কমিটি পুনরায় গঠন এবং ভার্চুয়াল কোর্ট চালুর জন্য প্রয়োজনীয় আইনগত প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে অন্যান্য মামলাও ভার্চুয়ালি শুনানি করা যাবে।

ভার্চুয়ালি রিমান্ড আবেদন সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর