Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪ লাখ, আক্রান্ত ৭০ লাখ


৮ জুন ২০২০ ০০:১৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে প্রাণহানির সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ লাখের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়া এ ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেদেশে মৃত্যুর সংখ্যা প্রায় ১ লাখ ১২ হাজার। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে ৬ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৬ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪০ হাজার মানুষের প্রাণ গিয়েছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। এছাড়া করোনাভাইরাসে সংক্রমিত হয়ে স্পেন, ইতালি ও ফ্রান্সে ব্যাপক প্রাণহানি হয়েছে।

এদিকে সবশেষ রোববারে সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটিই। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৮৮ জনের মৃত্যু হলো। দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৬৫ হাজার ৭৬৯ জন।

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর