তালিকাভুক্ত ব্যাংকের লভ্যাংশ বিতরণে বিধিনিষেধ প্রত্যাহার
৭ জুন ২০২০ ২২:৫৮ | আপডেট: ৭ জুন ২০২০ ২৩:১৭
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ বিতরণে বিধিনিষেধ তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক কর্তৃপক্ষ চাইলে ব্যক্তি শ্রেণির স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ ৩০ সেপ্টেম্বরের আগেও বিতরণ করতে পারবে।
রোববার (৭ জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে লভ্যাংশ বিতরণের এই অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
এর আগে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয় বিবেচনা করে নগদ লভ্যাংশ বিতরণের সুযোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে দাবি জানান পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিএসইসি‘র চেয়ারম্যানের অনুরোধ সাড়া দিয়ে কেন্দ্রীয় ব্যাংক রোববার নগদ লভ্যাংশ বিতরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে সিদ্ধান্ত হয়েছে, কেবল ব্যক্তি শ্রেণির (স্থানীয় ও বিদেশি) বিনিয়োগকারীদের অনুকূলে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার ও প্রচলিত অন্যান্য আইনের এ সংক্রান্ত বিধিবিধান পরিপালন সাপেক্ষে ২০১৯ সালের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ এ বছরের ৩০ সেপ্টেম্বরের আগেই বিতরণ করা যাবে।
এর আগে, গত ১১ মে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকে বার্ষিক লভ্যাংশ (ডিভিডেন্ট) ঘোষণার নতুন নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় বলা হয়, মূলধন সংরক্ষণের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে ব্যাংকগুলো। এতে আরও বলা হয় ২০১৯ সালের সমাপ্ত বছরের ঘোষিত লভ্যাংশ ৩০ সেপ্টেম্বরের আগে বিতরণ করা যাবে না। এবার এই বিধিনিষেধটি তুলে নেওয়া হলো।