ফের অসুস্থ হেফাজতে আমির, হাসপাতালে ভর্তি
৭ জুন ২০২০ ২১:৫১ | আপডেট: ৮ জুন ২০২০ ০১:২৬
চট্টগ্রাম ব্যুরো: অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। গত এপ্রিলেও তিনি অসুস্থ হয়ে ১৫ দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে রোববার (৭ জুন) রাত আটটার দিকে হেফাজতে ইসলামের আমিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির।
সারাবাংলাকে তিনি বলেন, ‘ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করছেন। উনার অনেক বয়স হয়েছে। ফুসফুসের কিছু জটিলতা সম্ভবত আছে। উনাকে আইসিইউতে রাখা হয়েছে।’
করোনার উপসর্গ আছে কি না?- জানতে চাইলে হাসপাতালের পরিচালক বলেন, ‘সেরকম কিছু নেই। করোনার টেস্টও হয়নি। টেস্ট হওয়ার পর সেটা বলা যাবে।’
এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহসচিব মাইনুদ্দিন আহমেদ রুহী সারাবাংলাকে বলেন, ‘হুজুর বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ (রোববার) সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে উনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এর আগে গত ১১ এপ্রিল বার্ধক্যজনিত শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হেফাজতে আমির ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। সুস্থ হওয়ার পর ২৬ এপ্রিল তিনি চট্টগ্রামে ফেরেন।
ওই সময় চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। তবে তিনি করোনা নেগেটিভ ছিলেন।