Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন স্কয়ার হাসপাতালের পরিচালক


৭ জুন ২০২০ ২০:৫২ | আপডেট: ৭ জুন ২০২০ ২২:০৩

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্কয়ার হাসপাতালেই মারা গেছেন তিনি।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. মির্জা নাজিম প্রায় একমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সাড়ে ৩টার দিকে তিনি মারা গেছেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে ডা. নাজিমের। পরে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

ইহতেশামুল হক চৌধুরী জানিয়েছেন, ডা. মির্জা নাজিম বিএমএ’র সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু করোনায় মৃত্যু ডা. মির্জা নাজিম উদ্দিন স্কয়ার হাসপাতাল স্কয়ার হাসপাতালের চিকিৎসক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর