মন্ত্রিসভার ‘বাজেট’ বৈঠক কাল
৭ জুন ২০২০ ১৭:৫৮ | আপডেট: ৭ জুন ২০২০ ১৮:২৭
ঢাকা: জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন সামনে রেখে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (৮ জুন) দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকের মূলক আলোচনার বিষয় থাকছে আগামী অর্থবছরের বাজেট। বরাবরের মতোই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরও জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রী অংশ নেবেন না। মাত্র ১১ জন মন্ত্রীকে বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ সিনিয়র সচিব ও সচিব বৈঠকে উপস্থিত থাকবেন।
এর আগেই সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন সংসদে ২০২০-২০২১ সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরই মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১০ জুন বাজেট অধিবেশন আহ্বান করেছেন।
স্পিকারের কার্যালয় সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনের আগে সব সংসদ সদস্যের করোনা পরীক্ষা করানো হবে। তবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতিও সীমিত রাখা হতে পারে। অধিবেশন চলাকালে প্রতিদিনের উপস্থিতি ৬০ থেকে ৭০ জনে সীমাবদ্ধ রাখা হতে পারে। অন্যান্য বছরের তুলনায় বাজেট অধিবেশন সংক্ষিপ্তও হবে।
২০২০-২১ অর্থবছরের বাজেট বাজেট মন্ত্রিসভা মন্ত্রিসভার বিশেষ বৈঠক মন্ত্রিসভার বৈঠক