Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা বারের নোটিশ স্থগিত, কাজ করতে পারবেন ১৭ আইনজীবী


৭ জুন ২০২০ ১৭:১৫

ঢাকা: ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৭ আইনজীবীকে গাইবান্ধা আইনজীবী সমিতির দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার (৭ জুন) এ সংক্রান্ত বিষয়টি নজরে আনার পর বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এ আদেশের ফলে ওই আইনজীবীরা পেশা পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনিই বিষয়টি আদালতের নজরে আনেন।

গত ১৭ মে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় আপাতত ভার্চুয়াল কোর্টের সকল কার্যক্রম হতে বিরত থাকার সিদ্ধান্ত হয়। কিন্তু এ সিদ্ধান্তের বাইরে গিয়ে ১৭ জন আইনজীবী ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করেন। এরপর জেলা আইনজীবী সমিতি ১৭ জনকে ২ জুন নোটিশ দেয়।

নোটিশে বলা হয়, ‘গাইবান্ধা জেলা বারের গত ১২ মে তারিখের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত এবং তদপ্রেক্ষিতে ১৭ মে তারিখের জরুরি সাধারণ সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ অমান্য, জেলা বারের শৃঙ্খলা ভঙ্গ, জেলা বার সম্পর্কে কটূক্তি, অবজ্ঞা প্রদর্শন ও মানহানিকর বক্তব্য প্রদানের জন্য বারের সদস্যপদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে নোটিশ দেওয়া হলো।’

১৭ আইনজীবী হলেন, পিযুষ কান্তি পাল, এস এম মাজহারুল ইসলাম সোহেল, মো. শাহনেওয়াজ খান, মো. নওশাদুজ্জামান, মো. সরওয়ার হোসেন বাবুল, মো. মঞ্জুর মোর্শেদ বাবু, মো. রেজওয়ানুল হক মণ্ডল, মো. আশরাফ আলী, বেগম বদরুন্নাহার, নিরঞ্জন কুমার ঘোষ, মো. আব্দুস সালাম, জি এম মুরাদ হাসান, মো. মোস্তাফিজুর রহমান, মো. মুরাদজ্জামান রব্বানী, মো. আব্দুর রশীদ, খন্দকার মঞ্জুরুল করিম সোহেল ও মো. জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ।

বিজ্ঞাপন

আইনজীবী গাইবান্ধা নোটিশ বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর