Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নগরবাসীকে মশার অত্যাচার সহ্য করতে হবে না: তাপস


৭ জুন ২০২০ ১৬:১২

ফাইল ছবি

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার নাগরিকদের গত বছরের মত এবারও মশার অত্যাচার সহ্য করতে হবে না বলে আশ্বস্ত করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, নগরবাসীদের যেন গত বছরের ন্যায় মশার অত্যাচার সহ্য করতে না হয় সে লক্ষ্যে মশক নিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।

রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে ডিএসসিসি’র লালবাগ এলাকায় নবাবগঞ্জ পার্কের সামনে মশকমুক্ত করার লক্ষ্যে ডিএসসিসি কর্তৃক গৃহীত ‘বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’ কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএসসিসির মেয়র শেখ তাপস বলেন, ‘আগের মশক নিধনের গতানুগতিক কার্যক্রমকে ঢেলে সাজানো হয়েছে। নতুনভাবে গৃহীত এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন আজ থেকে শুরু হলো। এটি দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে চলবে।’

তিনি বলেন, ‘প্রতি ওয়ার্ডে ৮ জন মশককর্মী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং করবেন। অন্যদিকে ওয়ার্ড প্রতি ১০জন মশক ক্রু দুপুর আড়াইটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবেন। ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি এসব কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।’

তাপস বলেন, ‘এই কার্যক্রম যথাযথভাবে চললে আশা করছি, আগামী বছর থেকে মশার প্রজনন ব্যাপকভাবে কমে যাবে। নগরবাসী ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হোক তা আমরা চাই না। এ কারণেই করোনার এ মহামারির মধ্যেও মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়েছে এবং ২৪ ঘণ্টা একাজ চলবে। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট, নর্দমা সংস্কার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানজট নিরসন ইত্যাদি বিষয়েও গুরুত্ব দিয়ে কার্যক্রম নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘১৪ জুন থেকে জলাশয় এবং নর্দমা পরিষ্কার করার কাজ শুরু করা হবে। জলাশয়গুলোতে তেলাপিয়া মাছ চাষের পাশাপাশি পাতি হাঁস পালন করার উদ্যোগ নেওয়া হবে, যাতে জলাশয়গুলো সচল থাকে এবং মশার লার্ভা থাকতে না পারে।’

এ সময় মেয়র শেখ তাপস এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মশক নিধন নিয়ে কোনো সমস্যা হলে স্বাস্থ্য কর্মকর্তা বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানাবেন। আমার সঙ্গেও যোগাযোগ করতে পারবেন।’

করোনা বিস্তাররোধে লকডাউন বজায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করা হবে বলে জানান তিনি। এ জন্য নগরবাসীদের স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে সুস্থ্য থাকা এবং অন্যদের সুস্থ্য রাখতে সহায়তা করতে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদসহ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে বলেও মেয়র শেখ তাপস তার বক্তৃতায় উল্লেখ করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেনসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টপ নিউজ ডিএসসিসি মশার অত্যাচার মেয়র শেখ ফজলে নূর তাপস সহ্য