ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের চারপাশে দেওয়াল নির্মাণের প্রতিবাদ
৭ জুন ২০২০ ১০:৫৪ | আপডেট: ৭ জুন ২০২০ ১০:৫৮
ময়মনসিংহ: ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ ব্রহ্মপুত্র নদ তীর ঘেঁষা ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের চারপাশে দেওয়াল নির্মাণের প্রতিবাদ করছেন স্থানীয়রা। সম্প্রতি ময়দানের উন্নয়নে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ময়মনসিংহের বিদায়ী বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। উন্নয়ন প্রকল্পের আওতায় সার্কিট হাউজ মাঠের চারপাশে দেওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের দেওয়াল নির্মাণের এমন প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ময়মনসিংহবাসী। ‘আমরা ময়মনসিংহবাসী’ ব্যানারে প্রতিদিন বিভিন্ন সময়ে সার্কিট হাউজ মাঠের পাশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন করেছেন স্থানীয় নানা শ্রেণী-পেশার মানুষ।
বিভাগীয় প্রশাসন সূত্রে জানা যায়, বদলি হওয়ার পর অন্যত্র যোগদানের একদিন আগে ১ জুন ময়মনসিংহের বিদায়ী বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।
সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পে রয়েছে ১৬ একর জমির সার্কিট হাউজ মাঠের নান্দনিকতা বৃদ্ধিতে দেওয়াল, ছোট-বড় ফটক, ওয়াকওয়ে ও আলোকসজ্জা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের ম্যুরাল স্থাপন। উন্নয়ন নান্দনিকতার এই প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় গণপূর্ত বিভাগ।
তবে স্থানীয়রা সার্কিট হাউজ মাঠের চারপাশে দেওয়াল নির্মাণের প্রতীবাদ করছেন। স্থানীয়দের দাবি, সার্কিট হাউজ মাঠের খেলাধুলাকে কেন্দ্র করেই ময়মনসিংহে গড়ে উঠেছে অসংখ্য ক্রীড়া সংগঠন। শহরের প্রাচীন ক্রীড়া সংগঠন বা ক্লাবগুলোর জন্য স্থানীয় প্রশাসন সার্কিট হাউজ মাঠের আশে-পাশে জায়গা বরাদ্দ দিয়েছে। গড়ে ওঠেছে ক্রীড়াপল্লী। মাঠের চারপাশে দেওয়াল নির্মাণ হলে হুমকির মুখে পড়বে ক্রীড়াপল্লী।
ময়দানের চারপাশে দেওয়াল নির্মাণের প্রতিবাদে সাধারণ ময়মনসিংহবাসীর ব্যানারে আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা বিমল পাল, ডা. প্রদীপ কর, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাওকত জাহান মুকুল, জন উদ্যোগ সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, পরিবেশ রক্ষা উন্নয়ন আন্দোলন (পরউআ) সভাপতি শিব্বির আহমেদ লিটন, কমিউনিস্ট পার্টি সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, শেখ বাহার মজুমদার, মহিলা পরিষদ নেত্রী মনিরা বেগম অনু, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি শরীফুজ্জামান পরাগ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর সাধারণ সম্পাদক আলী ইউসুফ, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের আব্দুল কাদের চৌধুরী মুন্ন, কবি স্বাধীন চৌধুরীসহ ময়মনসিংহের বিশিষ্ট নাগরিকরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্মাণ পরিকল্পনা অনুযায়ী সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের ম্যুরাল স্থাপন চাই। তবে যে কোন মূল্যে সার্কিট হাউজ মাঠের চারপাশে দেওয়াল বা বেষ্টনী নির্মাণ বন্ধ করতে হবে ।
প্রয়োজনে অনশনসহ কঠোর আন্দোলন কর্মসূচীর হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা উদ্বেগ প্রকাশ করেন, ইতিপূর্বে ময়মনসিংহের অনেক ছোট-বড় খেলার মাঠ দখল হয়ে গেছে। একটি মাত্র মাঠ এখন উন্মুক্ত আছে। এটিকে দেওয়ালবন্দী করলে খেলোয়াড়দের বিকাশ বাধাগ্রস্ত হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আমীর আহাম্মদ চৌধুরী রতন বলেন, সার্কিট হাউজ মাঠের চারপাশের দেওয়ালের পরিকল্পনায় বিস্মিত হয়েছি। এ মাঠে রয়েছে ইতিহাস-ঐতিহ্য যেখানে বরেণ্য রাজনীতিবিদসহ বর্তমান প্রধানমন্ত্রীও বহুবার বক্তব্য রেখেছেন। দেওয়াল দিয়ে বদ্ধ করে দেওয়ার এ প্রচেষ্টা খুবই বেদনাদায়ক।