র্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত
৭ জুন ২০২০ ০১:১০ | আপডেট: ৭ জুন ২০২০ ১৩:৪৮
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও করোনা পজিটিভ। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাতে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন সারোয়ার আলম। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়াও চান।
সারোয়ার আলম বলেন, ‘শনিবার রাতে করোনা টেস্টের রিপোর্ট পেয়েছি। টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। আর স্ত্রীও করোনা পজিটিভ এসেছে। তাকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।’
স্ত্রীকে হাসপাতালে ভর্তি হতে হলেও সরোয়ার আলম বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তার দুই সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
করোনায় আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাব সস্ত্রীক করোনায় আক্রান্ত সারোয়ার আলম