রূপগঞ্জে হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
৭ জুন ২০২০ ০০:৪৭
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ২৫০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা’র পরামর্শে শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার কেয়ারিয়া ও মুশুরী ছৈয়ালবাড়ি এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিঠু খন্দকার, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, মনিরুজ্জামান বাদশা, নবী হোসেন, মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।