অক্সিজেন সাপোর্ট লাগছে কামরানের, হাসপাতালে ভর্তি
৬ জুন ২০২০ ২২:১৮ | আপডেট: ৬ জুন ২০২০ ২২:২৭
সিলেট: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অক্সিজেন সাপোর্ট লাগছে সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের। এছাড়া কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত থাকায় তার শরীর দুর্বল হয়ে পড়েছে। এ কারণে তাকে সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, শনিবার (৬ জুন) সকালের দিকে তিনি কয়েক বার বমি করেছেন। তার তাপমাত্রা উঠানামা করছে। শ্বাসকষ্টও রয়েছে।
তিনি জানান, সকালে তাকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপরই তাকে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার রাতে কামরান করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। উল্লেখ্য, তার স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডা. সুশান্ত জানান, বদর উদ্দিন আহমদ কামরানকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে। বিকেলের দিকে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা সার্বক্ষণিক তার দেখভাল করছেন।
কামরানের বড় ছেলে আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু জানিয়েছেন, তার মা আসমা কামরান গত ২৭ শে মে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই সময় কামরানের করোনা টেস্ট করালেও ফলাফল নেগেটিভ আসে। কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার ফের পরীক্ষা করা হলে তার শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।