Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু


৬ জুন ২০২০ ২২:০৯

হিলি: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে হিলিতে বোরো ধান সংগ্রহ-২০২০ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে চত্বরে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

বিজ্ঞাপন

উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ২০২০ সালের বোরো মৌসুমে উপজেলার ১ হাজার ৩৭৩ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৩০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

এসময় উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিকসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্ষুধা বোরো ধান হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর