Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসআরএম কারখানায় ৫ শ্রমিক দগ্ধ, একজনের মৃত্যু


৬ জুন ২০২০ ২০:৪৭

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) কারখানায় গলিত তপ্ত লোহায় দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও চার শ্রমিক।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় বিএসআরএম-এর ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

গলিত তপ্ত লোহায় দগ্ধ হয়ে মারা গেছেন মো. কাশেম (২৭) নামে এক শ্রমিক। দগ্ধ বাকি চারজন হলেন, গিয়াস উদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২০) ও নজরুল ইসলাম (১৯)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘বিএসআরএম’র রডের কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে চুল্লি থেকে তরল তপ্ত লোহা উপচে পড়ে নিচে কর্মরত শ্রমিকদের ওপর। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা কারখানা পরিদর্শনে এসেছি। আপাতত কারখানায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘পাঁচজনকে হাসপাতালে আনার পর বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে কাশেম নামে একজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।’

৫ জন করোনা বিএসআরএম মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর