Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনাকালে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ভূমিকা পালন করেনি ঢাবি’


৬ জুন ২০২০ ১৬:০৩ | আপডেট: ৬ জুন ২০২০ ২০:১১

ঢাকা: করোনা মহাদুর্যোগে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ন্যূনতম ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

শনিবার (৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের। অনেক শিক্ষার্থীই টিউশনি করে পড়ালেখার খরচ চালায়। গত আড়াই মাস ধরে করোনা সংকট চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ পর্যন্ত করোনা সংকট মোকাবিলায় কোনো ভূমিকা পালন করেনি। উপরন্তু তারা প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল রয়েছে সেখানে ১ কোটি ৩৬ লাখ টাকা অনুদান দিয়েছেন। এই অনুদান দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

সেইসঙ্গে গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে চালু হওয়া করোনার নমুনা পরীক্ষা কেন্দ্র ৩১ মে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা চালুর দাবি জানান ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভেতর দিয়ে মেট্রো রেলপথ ও স্টেশন স্থাপন বাতিলের দাবি পুনরায় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রো রেলপথ ও স্টেশন নেওয়ার বিষয়টি ঘৃণাভরে প্রত্যাখান করি। এই মেট্রোরেল পথের জন্য ইতোমধ্যে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত অনেক শতবর্ষী অনেক গাছ কেটে ফেলা হয়েছে। যা সাধারণ শিক্ষার্থীদের আবেগ-অনুভূতিতে আঘাত করেছে।’

বিজ্ঞাপন

‘আমরা আবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য। আর যেন একটি গাছও কাটা না হয়‘— বলেন রাকিবুল ইসলাম রাকিব।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনলাইস ক্লাস চালুর পরিকল্পনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অনলাইন ক্লাসের বিষয়ে ভিসি স্যারের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। দ্রুত তারা একটা সিদ্ধান্ত নেবেন। আমাদের বক্তব্য হচ্ছে, অনলাইন ক্লাস যদি চালু করা হয় সেজন্য অবকাঠামো ঠিক করে যেন তা চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেন অনুদানের ব্যবস্থা করা হয়। বিশেষ করে অ্যানড্রয়েড মোবাইল সেট কেনার বিষয়টা যেন দেখা হয়। সব শিক্ষার্থীর তো প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা যেন এই সহযোগিতা নিয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে গত ২৯ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত ক্যাম্পাস ও তার আশপাশে এক হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিন শতাধিক সাধারণ শিক্ষার্থীদের আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি।’

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা ছাত্রদল ঢাকা বিণাশ্ববিদ্যালয় দুর্যোগ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর