Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে ভবনের ছাদ থেকে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার


৬ জুন ২০২০ ১৫:৫৬ | আপডেট: ৬ জুন ২০২০ ১৯:২৯

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ভবনের ছয় তলার ছাদ থেকে অজ্ঞাত (৪০) নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে সংবাদ পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো পক্রিয়া চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে খবর পেয়ে মিরপুর ১২ নম্বর সেকশনের ৩ নম্বর রোডের একটি ভবনের ৬ তলার ছাদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। রশি দিয়ে ওই নারীর হাত, পা বাঁধা ছিল। এছাড়া মুখে ওড়না ঢুকানো ছিলো।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, ওই ভবনটি ৫ তলা পর্যন্ত সম্পূর্ণ। উপরের এক তলায় নির্মাণ কাজ চলছে। চারতলা থেকে নিচ তলা পর্যন্ত ভাড়া দেওয়া। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এটি একটি হত্যাকাণ্ড, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

পল্লবী ভবনের ছাদ হাত-পা বাঁধা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর